ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

১৯-তম ওভারে হারল মাহমুদউল্লাহর সেন্ট কিটস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৯ আগস্ট ২০১৮

ম্যাচ জিততে শেষ দুই ওভারে গায়ানার প্রয়োজন ছিল ১৯ রান। তাদের ১৮ রানের মধ্যে আটকে রাখলেই জিতে যেত মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস। কিন্তু শেলডন কটরেলের ১৯তম ওভারেই ১৬ রান নিয়ে জয়ের প্রস্তুতি সেরে ফেলে গায়ানা। শেষ ওভারে কেবল করে বাকি আনুষ্ঠানিকতাটুকু।

গ্রুপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ১৬৮ রানের পুঁজি গড়েও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহর সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ষষ্ঠ ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে মাহমুদউল্লাহর সেন্ট কিটস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে অধিনায়ক ক্রিস গেইলের ব্যাট থেকে। এছাড়া অ্যান্টন ডেভচিচ ৩৫ ও এভিন লুইস করেন ২৮ রান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪ রান।

রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও মিডলঅর্ডারের দৃঢ়তায় জয়ের ভীত পায় গায়ানা। শেষদিকে ২০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন সোহাইল তানভীর। ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় গায়ানা।

দলের পক্ষে ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচায় ১ উইকেট নেন মাহমুদউল্লাহ। ৩০ আগস্ট ভোরে পরের ম্যাচ খেলবে সেন্ট কিটস।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি