ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৬, ৪ জুন ২০২৪

Ekushey Television Ltd.

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল উল আজাহ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে খোলা থাকবে আবাসিক হল।

এ তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, আগামী ৫ জুন বুধবার থেকে ২৩ জুন রোববার পর্যন্ত ক্লাস এবং ৫ জুন বুধবার থেকে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৩ জুন অফিস ও ২৪ জুন যথারীতি ক্লাস পরীক্ষা চলবে বলে জানান মোহাম্মদ আলী।

আবাসিক হলের ব্যাপারে জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, ঈদে আবাসিক হল খোলা থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি