ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিপিএল-২০২৩

১৯ বলে ফিফটি, রেকর্ড বইয়ে রনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৬ জানুয়ারি ২০২৩

আগ্রাসী ব্যাটার হিসেবে রনি তালুকদারের পরিচিতি আছে সবসময়ই। বিপিএলে নানা সময়ে সেই পরিচয়ে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে এবার ব্যাট হাতে এমন ঝড় তুললেন যে, কীর্তি গড়ে শুধু নিজেকেই নয়, ছাড়িয়ে গেলেন বাংলাদেশের সবাইকে। 

শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের নবম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ফিফটি হাঁকান রনি। যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড। 

দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড সুনিল নারাইনের। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে ফিফটি হাঁকান এই ক্যারিবিয়ান। 

বিপিএলের বাইরে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ১৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে এই ম্যাচে রনি ঝড়ের ইঙ্গিত দেন শুরু থেকেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পান প্রথমবার। অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে টানা দুটি বাউন্ডারি মারেন কাট ও সুইপে। পরের ওভারে আফগান বাঁহাতি পেসার ফজলহক ফারুকির বলে বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে।

সময়ের সঙ্গে তিনি ছুটতে থাকেন অপ্রতিরোধ্য গতিতে। নবির পরের ওভারে মারেন দুটি চার ও এক ছক্কা। মুস্তাফিজুর রহমানকে চার মারেন দুর্দান্ত এক পুল শটে। পঞ্চম ওভারে তরুণ পেসার আশিকুর জামানের টি-টোয়েন্টি অভিষেক তিক্ততায় মিশিয়ে দেন তিনি টানা চার বলে বাউন্ডারি মেরে। এর তৃতীয়টিতেই পৌঁছে যান ফিফটিতে। 

তার ইনিংস থামে নবম ওভারে। পাকিস্তানি খুশদিল শাহর বাঁহাতি স্পিনে স্ট্যাম্পড হয়ে যান তিনি ৬৭ রানে। তার ৩১ বলের ইনিংসে ছিলো ১১টি চারের সঙ্গে একটি ছক্কা।

বিধ্বংসী ইনিংস খেলে রনি যখন আউট হন, তার উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্মদ নাঈম শেখের রান তখন ২২ বলে ১৫। যদিও শেষ পর্যন্ত ৩৪ বলে ২৯ করে আউট হন নাইম। তবে শোয়েব মালিক (৩৩) ও সোহানের (১৯) ক্যামিওতে চড়ে শেষমেশ ১৭৬ রানের পুঁজি পায় রংপুর।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি