১৯ মার্চকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি মুক্তিযোদ্ধাদের
প্রকাশিত : ০৯:৩৭, ১৯ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৩৭, ১৯ মার্চ ২০১৬
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রথম প্রতিরোধের দিনটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পায়নি। জয়দেবপুরে ১৯ মার্চ পাকিস্তানিদের বিপক্ষে প্রথম প্রতিরোধ গড়ে তোলে বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক ও ছাত্রজনতা। দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি প্রতিরোধ যুদ্ধের একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনেও জয়দেবপুর প্রতিরোধ যুদ্ধের শহীদদের বীরত্বগাথা সংরক্ষণে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সেদিনের সম্মুখ যুদ্ধে অংশ নেয়া যোদ্ধাদের কন্ঠেও তাই ক্ষোভ।
পাকিস্তানি বাহিনীর গুলিতে সেদিন শহীদ হন হুরমত, নিয়ামত, কানু মিয়া ও মনু খলিফাসহ অনেকে। এরই ধারাবাহিকতায় শুরু হয় সশস্ত্র মুক্তিসংগ্রাম।
প্রথম সশস্ত্র প্রতিরোধের দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের।
মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন ক্ষমতায়। দিনটি তাই জাতীয় দিবস হিসেবে মর্যাদা পাবে বলে প্রত্যাশা তাদের।
আরও পড়ুন