ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

১৯ সিমকার্ড ব্যবহার করতেন হানিপ্রীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৫৫, ১০ অক্টোবর ২০১৭

ভারতের হরিয়ানা রাজ্যের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমে `পালিত কন্যা` হানিপ্রীত ইনসান গ্রেফতারের পর এখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি । এরই মধ্যে দু’দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।


রাম রহিমের সাজা ঘোষণার পর পুলিশকে ফাঁকি দিয়ে ৩৮ দিন লুকিয়ে ছিলেন হানিপ্রীত। পুলিশ বলছে, এই সময়ে তিনটি আন্তর্জাতিক ও ১৬টি ভারতীয় সিমকার্ড ব্যবহার করেন হানি। পাঁচকুলায় গণহিংসা ছড়ানোর তদন্ত করতে গিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির সাহায্য নেয় পুলিশ। হানিপ্রীতের অবস্থান ট্র্যাক করার চেষ্টাও হয়। এতেই বেরিয়ে আসে এসব তথ্য।


পুলিশ বলছে, হানিপ্রীত বেশ শক্ত নারী। ক্রমাগত মিথ্যা তথ্য দিয়ে একের পর এক পুলিশকে বিভ্রান্ত করছেন। অসুস্থতার ভান ধরে হাসপাতালেও গেছেন। কখনও আবার কান্নায় ভেঙে পড়ছেন।


তদন্ত কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় হানির উপস্থিতির খোঁজখবর করতে গিয়ে দেখেছেন, হানিপ্রীত কৌর বা হানিপ্রীত ইনসান নয়, অন্য এক নামে ফেসবুক অ্যাকাউন্ট ছিল তার। ‘গুরলীন ইনসাঁ’ নামের সেই ফেসবুক আইডির যাবতীয় তথ্য কয়েকদিন আগে মুছে ফেলা হয়। পুলিশ এখন ওই আইডি খতিয়ে দেখছে।


প্রসঙ্গত, হানিপ্রীতের আসল নাম প্রিয়ঙ্কা তানেজা। ‘দত্তক’ নেওয়ার পর রাম রহিম তার নাম দেন হানিপ্রীত ইনসান।  


ইন্ডিয়া টুডে ও এবেলা জানায়, ৩০০ প্রশ্নের তালিকা থেকে আগামী কয়েকদিন হানিপ্রীতকে চলবে জিজ্ঞাসাবাদ। যতোদিন পর্যন্ত সদুত্তর না মেলে, ততোদিন অজ্ঞাত স্থানে রাখা হবে তাকে। এরপর কোনো জেলখানায় নিয়ে জেরা করা হতে পারে তাকে।
সূত্র : ইন্ডিয়া টুডে ও এবেলা।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি