ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

১৯৫৫ সালের ৫ জুন বঙ্গবন্ধু গণপরিষদ সদস্য নির্বাচিত হন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-৩৯)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২০ এপ্রিল ২০২৩ | আপডেট: ২২:২৫, ২০ এপ্রিল ২০২৩

১৯৫৫ সালের ১৭ ফেব্রুয়ারি আইন পরিষদে অনাস্থার পক্ষে বিপক্ষে ভোট হয়। শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৯ জন ও আওয়ামী লীগ সহসভাপতি আতাউর রহমান খান ১০৫ জন সদস্যের সমর্থন পান। অনাস্থা প্রস্তাব বাতিল হলে যুক্তফ্রন্ট ভেঙে যায়। কেন্দ্রের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হলেন যুক্তফ্রন্টের নেতারা। 

১৯৫৫ সালের ৩ জুন ৯২-ক ধারা প্রত্যাহারের মধ্য দিয়ে পূর্ববাংলা থেকে কেন্দ্রিয় শাসনের অবসান হয়। কৃষক প্রজা পার্টির নেতা আবু হোসেন সরকার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। যুক্তফ্রন্টের বৃহত্তম দল আওয়ামী মুসলিম লীগকে বাদ দিয়ে কেএসপির নেতা আবু হোসেন সরকারকে প্রাদেশিক সরকার গঠনের অনুমতি দেয়া হয়।
শেখ মুজিব বিরোধী শিবিরে থেকেই কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের অগণতান্ত্রিক নীতি ও কার্যক্রমের প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। এ সময় পাকিস্তানের সংবিধান প্রণয়নের লক্ষ্যে দ্বিতীয় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে ১৯৫৫ সালের ৫ জুন বঙ্গবন্ধু গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৭ জুন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন দাবি করেন।

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com  

 

 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি