ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

১৯৭১ সালের ২৬ এপ্রিল বিমান হামলায় নিহত হয় হাজারো নিরীহ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:২১, ২৬ এপ্রিল ২০১৭

১৯৭১ সালের ২৬ এপ্রিল সকালে পাকিস্তানী হানাদার বাহিনীর অতর্কিত বিমান হামলায় পটুয়াখালীতে নিহত হয় হাজারো নিরীহ মানুষ। নির্বিচারে চলে লুন্ঠন ও ধ্বংসযজ্ঞ। কিন্তু আজো শহীদদের গণকবরসহ যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো রয়েছে অরক্ষিত। কোন সহায়তাও পায়নি শহীদ পরিবারের সদস্যরা।
১৯৭১সালের ২৬ এপ্রিল সকালে পটুয়াখালীর আকাশে হানা দেয় দুটি পাকিস্তানী জঙ্গি বিমান। নির্বিচারে শেলিং করে গুড়িয়ে দেয় টিএন্ডটি টাওয়ারসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। নিহত হয় অসংখ্য মানুষ।
বিটাইপ এলাকায় ৬ জন আনসার ও একজন তথ্য অফিসারকে গুলি করে হত্যা করে তারা। শহরের পুরানবাজার এলাকায় লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। শহর পরিণত হয় ধ্বংসস্তুপে।
পশু হাসপাতালের মাঠে দুটি হেলিকপ্টার থেকে নেমে আসে ছত্রীসেনা। তাদের প্রথম আক্রমণের শিকার হয় মাতবর বাড়ির নারী ও শিশুসহ ১৯ জন।
এই শহীদদের কবরগুলো আজও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। কোন সহায়তা পাননি তাদের পরিবারের সদস্যরাও।
মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের মূল্যায়নের দাবী জানান জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার।
স্মৃতি সংরক্ষণের মাধ্যমে সংরক্ষিত হবে ইতিহাস- এমনটাই প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি