২ ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা নাঈম আশরাফ স্বীকার করেছে
প্রকাশিত : ১৭:০৩, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৯:২২, ১৮ মে ২০১৭
বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার অন্যতম আসামি এইচ এম হালিম ওরফে নাঈম আশরাফ। সংবাদ সম্মেলনে এ’ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। জিজ্ঞাসাবাদের জন্য নাঈমকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে, ধর্ষণ মামলার আসামি শাফাত ও সাদমান ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বনানীতে ধর্ষণের ঘটনায় জড়িতদের সহযোগিরাও ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ’ বিষয়ে কথা বলেন, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
নির্যাতিত ছাত্রীদের অস্ত্রের ভয় দেখানো হয়েছিল কি-না আর এ’ মামলার আসামি শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলীর ভূমিকাই কি ছিল- এমন প্রশ্নেরও জবাব দেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার।
এদিকে, গুলশানে এক অনুষ্ঠানে বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মামলার অন্যতম আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফ।
জবানবন্দী শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন