ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

২ ছাত্রীকে উত্যক্ত করার পর মারধোরের ঘটনায়, মূল হোতা বাবু আটক, অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত

প্রকাশিত : ১৮:১৪, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৪, ২৪ অক্টোবর ২০১৬

রাজধানীর বিসিআইসি কলেজের দুই ছাত্রীকে উত্যক্ত করার পর মারধোরের ঘটনায়, মূল হোতা জীবন করিম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব। অন্য আসামীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গেলো ১৯ অক্টোবর মীরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফারিহা হাবীব মীম ও আসওয়াদ হাবীব জীমকে উত্যক্ত করার পাশাপাশি মারধোর করে বখাটেরা। স্থানীয় ফুটপাতের দোকানদার জীবন করিম বাবু ছিল ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকেই আসামীদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাবুকে গ্রেফতারের কথা জানানো হয়। এর আগে লুৎফর রহমান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানা এই কর্মকর্তা। ঘটনার পর পরই জীবন করিম বাবুসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে রাজধানীর শাহআলী থানায় মামলা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি