২ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে
প্রকাশিত : ১০:১১, ২ ডিসেম্বর ২০১৯
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২ ডিসেম্বর ২০১৯, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ১ ডিসেম্বর:
১৮০৪ সালের এই দিনে নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৮১৫ সালের এই দিনে নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৮২৩ সালের এই দিনে স্বাধীনচেতা মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত ও মনরো নীতি ঘোষণা করেন।
১৮৫২ সালের এই দিনে তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
১৯৪২ সালের এই দিনে স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।
১৯৪২ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি চালু করা হয়।
১৯৪৬ সালের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তাঁরা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
১৯৪৭ সালের এই দিনে ফিদেল ক্যাস্ট্রো ঘোষণা দেন তিনি মার্কসিস্ট-লেনিনিস্ট এবং কিউবার লক্ষ্য সমাজতন্ত্র।
১৯৪৮ সালের এই দিনে ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।
১৯৫৪ সালের এই দিনে এশিয়ার দেশ লাওস পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ সালের এই দিনে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ সালের এই দিনে সংযুক্ত আরব আমিরাত বৃটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭৫ সালের এই দিনে বিকালে চেয়ারম্যান মাও সেতুং সফররত মার্কন প্রেসিডেন্ট কেরালড রুডোলফ ফোর্ড, তাঁর স্ত্রী বেটি ফোর্ড এবং তাঁর সফরসংগীদের সঙ্গে সাক্ষাত্ করেন।
১৯৭৮ সালের এই দিনে রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সদর দফতর স্থাপিত।
১৯৮৪ সালের এই দিনে ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৯০ সালের এই দিনে একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৫ সালের এই দিনে লাওস প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৯৬ সালের এই দিনে মার্কিন ইন্টার কোম্পানি শক্তিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন।
১৯৯৭ সালের এই দিনে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
আজ যাদের জন্মতারিখ:
১৮৯২ সালের এই দিনে বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানির জন্ম।
১৮৯৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়োনের সামরিক নেতা জুকোভের জন্ম হয় ।
১৯২১ সালের এই দিনে পটুয়া কামরুল হাসানের জন্ম।
১৯৭৮ সালের এই দিনে কানাডীয় কন্ঠশিল্পী ও গীতিকার, যন্ত্রশিল্পী নেলি ফুরটাডো জন্মগ্রহণ করেন।
আজ যাদের মৃত্যু হয়:
১৯৬৬ সালের এই দিনে ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার মৃত্যুবরণ করেন ।
১৮৮৮ সালের এই দিনে তুর্কি কবি নেমিক কামালের মৃত্যু।
১৮৫৯ সালের এই দিনে আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৮৮১ সালের এই দিনে কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কসের মৃত্যু।
১৯৯১ সালের এই দিনে কথাসাহিত্যিক বিমল মিত্রের মৃত্যু।
এমএস/