২মন্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোট
প্রকাশিত : ১৪:৪৫, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ২৭ মার্চ ২০১৬
গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানা অনাদায়ে, সাত দিনের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে দুই মন্ত্রী স্বপদে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি নৈতিকতার, তবে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
উচ্চ আদালত ও প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের বিষয়ে নিজেদের ব্যাখ্যা ও শো’কজের জবাব দিতে সকাল পৌনে ৯টার দিকে সুপ্রিম কোর্টে হাজির হন দুই মন্ত্রী।
নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন দুই মন্ত্রী। তবে তাদের আবেদন নামঞ্জুর করেন আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, দুই মন্ত্রী তাদের মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আদালত বলেন, আবেদনকারীরা মন্ত্রী ও সাংবিধানিক পদধারী। তাঁদের বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ক্ষুন্ন করেছে।
সর্বোচ্চ আদালতের এই আদেশের পর দুই মন্ত্রী স্বপদে থাকতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি মন্ত্রিসভার বিষয়।
সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ করার বিষয়টি ২ মন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান তাদের আইনজীবী।
মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর অপিল শুণানীতে তদন্ত সংস্থ্ধাসঢ়; ও প্রসিকিউশনের কাযক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। এরপরই এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির কড়া সমালোচনা করে নতুন বেঞ্চ গঠন ও পুনশুানীর দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে আপিল বিভাগ স্বপ্রনোদিত হয়ে দুই মন্ত্রীর বিরুদ্ধে আদাতল অবমাননার রুল জারি করেন।
আরও পড়ুন