ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২য় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হাসান রুহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২০ মে ২০১৭ | আপডেট: ১৪:১৩, ২০ মে ২০১৭

Ekushey Television Ltd.

দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন সংস্কারপন্থি হাসান রুহানি। প্রাথমিক ফলাফলে ১ কোটি ৪৬ লাখ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি।
মোট ৪ কোটি ভোটের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি ভোট গণনা হয়েছে। এরমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টরপন্থী ইব্রাহিম রায়িসি পেয়েছেন প্রায় এক কোটি ভোট। রুহানি ও রায়িসি ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরো দুই প্রার্থী। ৬৮ বছর বয়সী রুহানি গেল বছর বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরমানু চুক্তি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখেন। এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের মাধ্যমে ইরানীদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় দুপুর ২টা চূড়ান্ত ফল ঘোষণা হবে।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি