ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

২০ কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৭ নভেম্বর ২০২৩

ডিমের বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে ২০ কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে।

আমদানিতে দেরির কারণ জানান বার্ড ফ্লু পরীক্ষা। সেই সমস্যা মিটেছে। এখন ডিম আসতে থাকবে। সচিব জানান, ডিম ও আলুর পর এবার লবণেরও আমদানির অনুমতি দিয়েছে সরকার।

প্রাকৃতিক কারণে লবণের উৎপাদন মৌসুম বিলম্বিত হওয়ায় বাজারে যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য লবণ আমদানিরও অনুমতি দেওয়া হয়েছে।  
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি