ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

২০ মিনিটেই জানা যাবে করোনা টেস্টের ফল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৮ জুলাই ২০২০

বিশ্বে করোনা টেস্টে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পিসিআর পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষার ফল পেতে বেশ সময় লাগে এবং নমুনা সংগ্রহের প্রক্রিয়াও জটিল। এ অবস্থায় মাত্র ২০ মিনিটে রক্ত পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের সহজ পদ্ধতি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক।

মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, ‘তারা রক্ত পরীক্ষার মাধ্যমে ২০ মিনিটের মধ্যেই বলে দিতে পারছেন কোনো ব্যক্তি বর্তমানে করোনায় আক্রান্ত কি না, অথবা আগে আক্রান্ত হয়েছিলেন কি না।’ 

গবেষকদের দাবি, করোনা শনাক্তের এই পরীক্ষা ‘বিশ্বের প্রথম সাফল্য’। এই পদ্ধতিতে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উভয় বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এই গবেষণাপত্রটি ছাপা হয়েছে ‘এসিএস সেন্সর’ সাময়িকীতে।

গবেষকরা জানিয়েছেন, ‘ভাইরাসটি কতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, কতটা অল্প সময়ের মধ্যে একে চিহ্নিত করা যাচ্ছে এমন বিবেচনা থেকেই দীর্ঘমেয়াদি চাহিদার কথা মাথায় রেখে এ গবেষণা করা হয়েছে।’ 

বায়োপিআরআইএ ও মোনাস বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা সম্মিলিতভাবে এ গবেষণা করেছে। তাদের সঙ্গে এআরসি সেন্টার অব এক্সেলেন্স ইন কনভারজেন্ট বায়োন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিবিএনএস) গবেষকরাও কাজ করেছেন।

গবেষকরা বলছেন, তাঁদের উদ্ভাবিত এই পদ্ধতিতে প্রথমে নমুনা হিসেবে রক্ত নেওয়া হয়। এরপর পরীক্ষা করা হয় ওই রক্তের ২৫ মাইক্রোলিটার প্লাজমা। তারপর দেখা হয়, ওই প্লাজমার রূপগত পরিবর্তন ঘটেছে কি না কিংবা লাল রক্ত কণিকা জমাট বেঁধেছে কি না। সাধারণত করোনায় আক্রান্ত হলে এই দুটি পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পদ্ধতিতে প্রতি ঘণ্টায় হাজার হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব। এ ছাড়া ভ্যাকসিন প্রয়োগের ফলে কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হলো কি না, তা-ও এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

স্বল্পমূল্য ও পদ্ধতিগত দিক দিয়ে কম জটিল হওয়ায় সহজেই যেকোনো স্থানে এর পরীক্ষা করা যাবে। তবে এখন পরীক্ষাটির উদ্ভাবকরা সরকারি সহায়তার আশা করছেন। সরকারি সহায়তা পেলে তারা করোনা পরীক্ষা করার উপকরণের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবেন। 

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি