২০১৯ সালের জানুয়ারির আগে নির্বাচন হবে : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ২২:২০, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৫৭, ২৩ জুলাই ২০১৭
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে যে কোনো দিন নির্বাচন হবে। যারা আগের নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদেরকে বিগত নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইসিএসবির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, প্রাক্তন সভাপতি মো. আসাদুল্লাহ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
মন্ত্রী বলেন, যারা সহায়ক সরকারের কথা বলছে; নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে কমিশনকে বিতর্কিত করছে, তারা ভুল করছে। আগামী নির্বাচন হবে পুরোপুরি অংশগ্রহণমূলক।
তিনি বলেন, পৃথিবীর কোথাও সহায়ক সরকারের কথা উল্লেখ নেই। তাই আমাদের দেশেও সহায়ক সরকারের কথা ভাবার অবকাশ নেই। নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে হবে সংবিধান অনুযায়ীই।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন