২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া সম্ভব : ফাইজার
প্রকাশিত : ১৩:১৩, ২৮ অক্টোবর ২০২০
তথ্য ঘাটতি সত্ত্বেও ২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া যেতে পারে। ফাইজার কোম্পানীর প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা সীমিত আশাবাদ ব্যক্ত করে এ তথ্য জানান।
যদিও কোম্পানীর নির্বাহী বিভাগ আভাস দিয়েছে মার্কিন নির্বাচনের আগে তারা ভ্যাকসিন সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য প্রকাশ করতে পারবে না।
বাউরলা বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই ভ্যাকসিনের প্রাথমিক ডোজ আমরা সরবরাহ করতে পারবো।
এ প্রসঙ্গে তিনি প্রত্যাশা অনুযায়ী ক্লিনিক্যাল টেস্টের অগ্রগতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের কথা উল্লেখ করেন।
মার্কিন সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ফাইজার কোম্পানীর চলতি বছরের শেষ নাগাদ ৪ কোটি ডোজ এবং ২০২১ সালের মার্চ নাগাদ ১০ কোটি ডোজ সরবরাহের কথা রয়েছে। তবে বাউরলা বলেন, কোম্পানী এখনও ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়নের মূল মানদন্ডে পৌঁছায়নি।
ভ্যাকসিনটি কাজ করবে কিনা এ প্রশ্নের জবাবে বাউরলা সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি কাজ করবে।
এসএ/