ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২০২২ সালে বিশ্বকাপ হবে শীতকালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে কাতারে। তবে চিরাচরিত জুন-জুলাই মাসে এ বিশ্বকাপ নয়। চার বছর পরের এ বিশ্বকাপ হবে শীতকালে। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘কাতারে বিশ্বকাপ হবে ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর।’ ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে কাতার, তা তো চূড়ান্ত ছিল। কিন্তু কবে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। শুক্রবার চূড়ান্ত হল, ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। অর্থাৎ ২৮ দিনেই শেষ হয়ে যাবে বহু আলোচিত কাতার বিশ্বকাপ।

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এই সমালোচনা উড়িয়ে দিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে আয়োজক কাতার। এরই মধ্যে ৮টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে তারা, যেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই খেলতে পারবেন, সেই নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি