ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০২৪ পর্যন্ত রিয়ালেই থাকবো : আনচেলত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২১ মে ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাজিল জাতীয় দলের আগ্রহ সত্তেও চুক্তির শেষ বছরটা রিয়ালেই কাটিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। এর মাধ্যমে অন্তত মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যত নিয়ে শঙ্কা কিছুটা হলেও দূর হলো। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)’র সভাপতি এডনাল্ডো রডরিগুয়েস মার্চে জানিয়েছিলেন ইউরোপীয়ান মৌসুম শেষ হবার পর ব্রাজিলের খালি কোচের পদ পূরণে আনচেলত্তিই সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকটা এগিয়ে রয়েছেন। 

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে রিয়াল বিধ্বস্ত হবার পর আনচেলত্তির ভবিষ্যত নিয়ে আবারো শঙ্কা দেখা দেয়। এবারের মৌসুমে চার ম্যাচ হাতে রেখেই বার্সেলোনার লা লিগার শিরোপা নিশ্চিত হয়েছে, যে কারনে লিগ শিরোপাও ধরে রাখা হয়নি রিয়ালের। 

ব্রাজিলের আগ্রহ সম্পর্কে প্রশ্ন করায় সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাবে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, ‘সবাই খুব ভালভাবেই আমার পরিস্থিতি সম্পর্কে জানে। ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সাথে আমার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। আমি এখানেই থাকতে চাই।’

এ ব্যপারে ক্লাব তাকে আশ্বস্ত করেছে কিনা সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আনচেলত্তি ইতিবাচক জবাব দিয়েছেন। যদিও আনচেলত্তির ভবিষ্যত নিয়ে রিয়াল কোন ধরনের আনুষ্ঠানিক বিবৃবি দেয়নি। 

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কোপ ডেল রে ফাইনালে রিয়ালের ২-১ গোলের জয়ের পর এ ব্যপারে অষ্পষ্ট উত্তর দিয়েছিলেন।

২০১৫ সালে আনচেলত্তি যখন রিয়াল থেকে বরখাস্ত হয়েছিলেন তখন পেরেজের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল। এর বছরখানেক আগে আনচেলত্তির অধীনে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের দীর্ঘ প্রতিক্ষীত ১০ম শিরোপা জয় করেছিল। এবারের মৌসুম নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘মৌসুমটা আরো ভাল হতে পারতো। কিন্তু তারপরও একেবারে খারাপ কাটেনি। অবশ্যই লা লিগা নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। কিন্তু অন্যান্য প্রতিযোগিতায় আমরা লড়াই করেছি। এর মধ্যে তিনটিতে জয়ী হয়েছি।’
এবারের মৌসুমে স্প্যানিশ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ইউরোপীয়ান সুপার কাপ জয় করেছে রিয়াল মাদ্রিদ। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি