ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০২৪ সালে মিয়ামির অন্তত সাতটি ম্যাচে খেলতে পারবেন না মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে পূর্নাঙ্গ মৌসুম শুরু করতে নিজেকে প্রস্তুত করে তুলছেন লিওনেল মেসি। আগামী ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করতে যাচ্ছে মিয়ামি। 

নিয়মিত মৌসুমে একেকটি দলের ৩৪টি ম্যাচ থাকে। কিন্তু ফিফা আন্তর্জাতিক বিরতি ও ২০২৪ কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের দায়িত্বের কারনে মেসি অন্তত সাতটি ম্যাচে খেলতে পারছেন না। 

ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর মেসির নৈপুনে লিগ কাপ জয় করেছে ডেভিড বেকহ্যামের দল। এমএলএস মৌসুমে গত আসরে  মেসি ছয়টি ম্যাচ খেলেছেন। নতুন মৌসুমে তার সাথে আরো যোগ দিচ্ছে বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সে কারনে ইন্টার মিয়ামিকে নিয়ে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। 

এমএলএস মৌসুমে ডিসি ইউনাইটেড, নিউ ইয়র্ক রেড বুলস, ফিলডেলফিয়া ইউনিয়ন, কলম্বাস ক্রু, ন্যাশভিলে, শার্লট ও এফসি সিনসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না মেসি। জাতীয় দলের দায়িত্বে থাকার কারনে গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি মিয়ামির উপর প্রভাব ফেলতে পারে। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি