ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘২০২৬ সালে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ১০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর যাবত বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি বলেন, ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশব্যাপী জাতীয় দিবস পালিত হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি