ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় মরক্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

স্পেন-পর্তুগালের সঙ্গে ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় কাতার বিশ্বকাপে সাড়া জাগানো মরক্কো।

বিশ্বকাপের শতবর্ষী আসরের আয়োজক হওয়ার লড়াইয়ে নতুন সহযোগী দেশ পেল স্পেন ও পর্তুগাল। 

প্রাথমিকভাবে স্পেন ও পর্তুগালের সঙ্গী হতে চেয়েছিল ইউক্রেইন। তবে, রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ এখনও চলছে। তাই এগিয়ে এসেছে মরক্কো। 

২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপও আয়োজন করে মরক্কো। বেশ কয়েকবার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে লড়াই করেছে মরক্কো। সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা ২০১০ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় দেশটি। 

২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারতি হবে ২০২৪ সালে। 

প্রসঙ্গত, ২০২২ কাতার বিশ্বকাপে চমক জাগানো পারফরম্যান্স উপহার দেয় মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে তারা খেলে সেমি-ফাইনালে, সেখানে ফ্রান্সের কাছে হেরে যায় দলটি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে চতুর্থ হয় তারা।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি