২০৪০ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমরা হবেন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ
প্রকাশিত : ১১:৪৯, ১৭ জানুয়ারি ২০১৮
যুক্তরাষ্ট্রে ২০৪০ সালের মধ্যে মুসলিমদের অবস্থান হবে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠী ইহুদিরা হলেও ২০৪০ সালে তারা নেমে যাবে তৃতীয় স্থানে। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
পিউ রিসার্চের গবেষণা অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক লাখ মুসলিম যোগ হচ্ছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিমের সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১.১ শতাংশ। এই হিসাব অনুসারে, ২০৪০ সালে মুসলিমরা হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী।
পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অন্যদিকে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে ইহুদি জনগোষ্ঠী ছিল ১.৮ শতাংশ। মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ১ শতাংশ।
গবেষণায় দেখানো হয়, মুসলিমদের সংখ্যা আগামী দুই দশকে দাঁড়াবে ১.৮ শতাংশে। মুসলিমদের মোট সংখ্যা হবে ৮০ লাখের বেশি। ওই সময় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ১.৪ শতাংশে। ২০৫০ সালের মধ্যে আমেরিকান মুসলিমের সংখ্যা দাঁড়াবে আনুমানিক ৮১ লাখে।
পিউ রিসার্চ সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা যে হারে বেড়েছে তা অব্যাহত থাকলে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয়গোষ্ঠী হিসেবে আবির্ভূত হবে মুসলমানরা।
রিপোর্টে এর কারণ হিসাবে বলা হয়েছে, আমেরিকান মুসলিমদের জন্মহার বেশি। এর পাশাপাশি অভিবাসন মিলিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংখ্যা প্রায় এক লাখ করে বৃদ্ধি পাচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, পিউ সেন্টার সর্বপ্রথম ২০০৭ সালে আমেরিকান মুসলিমদের সংখ্যা নিয়ে কাজ শুরু করে। আর তখন থেকেই দেখা যাচ্ছে দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরাই বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার শতকরা ৭১ ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী।
সূত্র: সিএনএন
একে// এআর
আরও পড়ুন