ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়তে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৩১ মে ২০২৪ | আপডেট: ১২:১০, ৩১ মে ২০২৪

২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়তে প্রধানমন্ত্রীর যে ঘোষণা- সেটি বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার (৩১ মে) সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে তামাকজাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করাসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। মন্ত্রীর প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে অনেকটাই এগোবেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ বছর তামাকবিরোধী সম্মাননা ভোরের কাগজের রিপোর্টার সেবিকা দেবনাথ ও ইন্ডিপেনডেন্ট টিভির রুহুল আমিনকে প্রদান করা হয়।

এদিকে, মন্ত্রী জানান- স্বাস্থ্য মন্ত্রনালয় বা অধিদপ্তরের আওতায় থাকা কোনো প্রতিষ্ঠানে যদি ডেঙ্গু বা এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেয়া হবে। আবারও বলেন, ডেঙ্গু নির্মূলে সবাইকে সচেতন হতে হবে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি