২১ জুলাই : ইতিহাসে আজকের এই দিনে
প্রকাশিত : ০৯:১৫, ২১ জুলাই ২০২০
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২১ জুলাই, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ২১ জুলাই’র ঘটনাবলি :
১৬৫৮ - মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।
১৭১৩ - রাশিয়ার জার পিটার দ্য গ্রেটের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী পারস্য উপসাগরের পানি সীমা পর্যন্ত নিজেদের সাম্রাজ্য ক্রমবিস্তারের লক্ষ্যে জর্জিয়াকে ইরান থেকে পৃথক করার প্রথম পদক্ষেপ নিয়েছিল।
১৭৯৮ - নেপোলিয়ন বোনাপার্ট মিসরের যুদ্ধে জয়লাভ করেন ।
১৮৩১ - নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করে।
১৮৬৬ - লন্ডনে কলেরায় শতাধিক লোকের মৃত্যু হয় ।
১৮৮৩ - ভারতের প্রথম রঙ্গমঞ্চ স্টার থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৮৪ - লর্ডসে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয় ।
১৮৮৮ - ব্রিটিশ নাগরিক জন বয়েড ডানলপ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন।
১৯৫৪ - জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বানিজ্যতরী সাগরে ভাসানো হয়।
১৯৬৮ - আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
১৯৭৬ - মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
আজকের তারিখে যাদের জন্ম হয় :
১৬২০ - জিন পিকার্ড, তিনি ছিলেন ফরাসি জোর্তির্বিদ।
১৬৬৪ - ম্যাথু প্রাইয়োর, তিনি ছিলেন ইংরেজ কবি ও কূটনীতিক।
১৬৯৩ - টমাস পেলহ্যাম-হোলস, তিনি ছিলেন নিউকাসল-আপন-টাইনের ১ম ডিউক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৭১০ - পল মোরিং, তিনি ছিলেন জার্মান শল্যচিকিৎসক।
১৭৬২ - টিমোথি হাইনম্যান, তিনি ছিলেন রাস্তা নির্মাণের পথপ্রদর্শক।
১৮১৬ - পল জুলিয়াস ফন রয়টার, তিনি ছিলেন সংবাদ সংস্থা রয়টারের প্রতিষ্ঠাতা।
১৮৯৯ - আর্নেস্ট হেমিংওয়ে, তিনি ছিলেন জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প রচয়িতা ও সাংবাদিক।
১৯১৬ - পল রয়টার, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও রয়টার্সের প্রতিষ্ঠিাতা।
১৮৯৩ - হান্স ফালাডা, তিনি ছিলেন জার্মান লেখক।
১৮৯৯ - আর্নেস্ট মিলার হেমিংওয়ে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক ও সাংবাদিক।
১৯১১ - হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, তিনি ছিলেন কানাডিয়ান লেখক ও তাত্ত্বিক।
১৯২৩ - রুডলফ আর্থার মার্কাস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ।
১৯৩০ - আনন্দ বকসী, তিনি ছিলেন হিন্দি গানের গীতিকার।
১৯৪৪ - জন আটা মিলস, তিনি ছিলেন ঘানার আইনজীবী, রাজনীতিবিদ, ঘানার ৩য় প্রেসিডেন্ট।
১৯৪৫ - ব্যারি রিচার্ডস, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৮ - বেপে গ্রিলো, তিনি ইতালীয় কৌতুকাভিনেতা, অভিনেতা ও একটিভিস্ট।
১৯৫১ - রবিন উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৫৭ - স্টিফান লোফভেন, তিনি সুইডিশ ইউনিয়ন নেতা ও রাজনীতিবিদ ও ৩৩ তম প্রধানমন্ত্রী।
১৯৭১ - শার্লট শারলোটে গাইন্সবোউরগ, তিনি ইংরেজ বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী ও গায়িকা।
১৯৭৫ - রবীন্দ্র পুষ্পকুমারা, তিনি সাবেক শ্রীলংকান ক্রিকেটার।
১৯৮১ - জয়াকুইন সানচেজ, তিনি স্প্যানিশ ফুটবলার।
১৯৮৯ - জুনো টেম্পল, তিনি ইংরেজ অভিনেত্রী।
১৯৯০ - জেসন রয়, তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
আজকের তারিখে যাদের মৃত্যু হয় :
১০০৫ - ইবনে সাম্হ, তিনি ছিলেন স্পেনের বিখ্যাত মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং চিকিৎসক।
১৭৯৬ - রবার্ট বার্নস, তিনি ছিলেন স্কটিশ কবি ও গীতিকার।
১৯৪৩ - চার্লস উইলিয়াম প্যাডক, তিনি ছিলেন আমেরিকান দৌড়বিদ।
১৯৪৪ - ক্লজ ফন স্টফেনবার্গ, তিনি ছিলেন জার্মান সামরিক কর্মকর্তা।
১৯৪৬ - গোয়ালবার্তো ভিলারয়ল, তিনি ছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট।
১৯৫০ - জন সি. উডস, তিনি ছিলেন নুরেমবার্গ বিচারের মৃত্যুদন্ড কার্যকরকারী আমেরিকান জল্লাদ।
১৯৫১ - কায়কোবাদ, তিনি ছিলেন বাংলাদেশের মুসলমান মহাকবি।
১৯৬৭ - আলবার্ট লুটুলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান শিক্ষক ও রাজনীতিবিদ।
১৯৭২ - জিগমে দোরি ওয়াংচুক, তিনি ছিলেন ভুটানের রাজা।
১৯৭২ - র্যালফ ক্রেগ, তিনি ছিলেন আমেরিকান অ্যাথলেট।
১৯৭৬ - আবু তাহের, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৯৮ - অ্যালান শেপার্ড, তিনি ছিলেন আমেরিকান নৌসেনাপতি, পাইলট ও মহাকাশচারী।
২০০৪ - এডওয়ার্ড বি. লুইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
২০১২ - ডন উলসন, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
২০১৫ - ই. এল. ডোক্টোরও, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।
এসএ/