নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ
২২ ডিসেম্বর : গৌরনদী ও আগৈলঝাড়া মুক্তি দিবস
প্রকাশিত : ০৯:১২, ২২ ডিসেম্বর ২০১৮
আজ ২২ ডিসেম্বর। গৌরনদী ও আগৈলঝাড়া মুক্তি দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে এ দুই উপজেলা হানাদার মুক্ত হয়। ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও গৌরনদী ও আগৈলঝাড়া পাকহানাদার মুক্ত হয়েছিল ২২ ডিসেম্বর।
টানা ২৮ দিন মুক্তি বাহিনী ও মুজিব বাহিনীর আক্রমণের পর ১৯৭১ সালের আজকের এ দিনে গৌরনদী কলেজ ক্যাম্পে অবস্থানরত শতাধিক পাকসেনা মিত্র বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। আর এর মধ্য দিয়ে ওইদিন এ দুই উপজেলা হানাদার মুক্ত হয়।
তবে স্বাধীনতা যুদ্ধের ৪৭ বছর পেরিয়ে গেলেও এখানে এখনও সরকারি উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হয়নি কোনো স্মৃতিসৌধ। আজও সরকারিভাবে চিহ্নিত হয়নি আগৈলঝাড়া উপজেলার ছয়টি ও গৌরনদী উপজেলার চারটি বধ্যভূমি।
এসএ/