ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২২ ফেব্রুয়ারি জনসভা করতে চায় বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি জনসভা করতে যাচ্ছে বিএনপি। এ বিষয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অন্যথায় নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চাইবে দলটি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে আমরা ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হবে। এ জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

একে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি