ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২২৪৬ ক্যাশ কর্মকর্তা নিবে সরকারি ৪ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৭

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে ২ হাজার ২৪৬ জন ক্যাশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংক লিমিটেডে ১ হাজার ২৭৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৬৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ২১ জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এইসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুসারে ১৬০০০- ১৭৬৪০ থেকে ৩৫০৪০- ৩৮৬৪০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগামামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উল্লিখিত পদে অনলাইনে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি