ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

২৩ অক্টোবর ঢাকা আসছেন সুষমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২০ অক্টোবর ২০১৭

দুই দিনের বাংলাদেশ সফরে আগামী ২৩ অক্টোবর ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই সফরে তিনি ভারতের অর্থায়নে বাস্তবায়ন করা ১৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হবে সুষমার সফরে। ২৩ অক্টোবর ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন সুষমা। এ উপলক্ষে ঢাকায় দিল্লি হাইকমিশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির শীর্ষ কোনো মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। এর আগে আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তার সফরে রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পারিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করবে দুই দেশের যৌথ কমিশন।

এর আগে ২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসেন। আর চলতি বছর এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশ যৌথ কমিশনে সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এ বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি