ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে ভারত উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১০ জুন ২০২৩ | আপডেট: ১৪:২৭, ১০ জুন ২০২৩

আরও তীব্র রূপ নিয়ে ভারতের উপকূলে আঘাত হানতে পারে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয়।

দেশটির আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ভারতের গোয়া উপকূল থেকে ৮শ’ ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম এবং মুম্বাই থেকে ৮শ’ ৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১৪ জুন পর্যন্ত তিথল সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে জেলেদের কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তিনরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। 

বর্তমানে সাগরের যে অঞ্চলে বিপর্যয় অবস্থান করছে, ইতোমধ্যে সেখানকার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং বাতাসের গতিবেগ পৌঁছেছে ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটারে। পিএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এই গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং যে জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, তার আশপাশের সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে জানিয়েছে আইএমডি ও পিএমডি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি