ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৪ জনে। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৯৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৮২৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। 

এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৮টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি