২৪ ঘন্টায় ৬শ’ শরণার্থী উদ্ধার করেছে স্পেন
প্রকাশিত : ১৪:২৫, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৮, ১৭ আগস্ট ২০১৭
মরক্কো থেকে স্পেনে প্রবেশের সময় ২৪ ঘন্টায় ৬শ’ শরনার্থীকে উদ্ধারে করা হয়েছে। স্পেনের উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
৩৬ শিশুসহ শরণার্থীদের ওই দলটি ১৫টি ছোট জাহাজে করে মরক্কো থেকে স্পেনে এসেছেন। জাতিসংঘ বলছে, এ বছর ৯ হাজারের বেশি শরণার্থী স্পেনে পৌঁছেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা তিনগুণ বেশি।
সাগরপথ পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এ বছর গ্রিসের চেয়ে বেশি সংখ্যক শরণার্থী সাগরপথে স্পেনে প্রবেশ করেছে।
আইওএম আরো জানিয়েছে, এ বছরের শুরুতে লিবিয়া থেকে ইতালি পৌঁছেছে প্রায় ১ লাখ শরণার্থী। সাগরপথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ২ হাজার ২৪২ জন।
এর আগে গত জুনে, লিবীয় উপকূলে থেকে একদিনেই প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী।
//এআর
আরও পড়ুন