২৪ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
প্রকাশিত : ০৯:৩২, ২৪ মার্চ ২০২০
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ২৪ মার্চ ঘটনাবলি :
১৩০৭ - আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৩৫১ - ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮৬১ - লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।
১৯০২ - বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯১৮ - জার্মান বাহিনী সোমে নদী অতিক্রম করে।
১৯৩৩ - এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
১৯৪০ - শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
১৯৪৬ - লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।
১৯৫৬ - পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৭ - যুক্তরাষ্ট্র এবং কিউবা সরাসরি আলোচনা শুরু করে।
১৯৮২ - জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৯৯ - ন্যাটো যুগোশ্লাভিয়ার সার্বিয় সেনা অবস্থানের উপর বোমা বর্ষণ শুরু করে।
আজ যাদের জন্মতারিখ :
১৪৯৪ - জার্মান মণিকবিৎ ও পণ্ডিত গেওরগিউস আগ্রিকলা।
১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৮০৯ - ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ জোসেফ লিওউভিলে।
১৮৩৪ - ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক ও সমাজতান্ত্রিক উইলিয়াম মরিস কর্মী।
১৮৩৫ - অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও কবি জোসেফ স্টিফান।
১৮৪১ - নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী।
১৮৬৩ - খ্যাতনামা আইনবিদ লর্ড সত্যপ্রসন্ন সিনহা।
১৮৭৪ - বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি।
১৮৮৪ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ পিটার জোসেফ উইলিয়াম ডিবাই।
১৯০৩ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্ফ ফ্রিড্রিশ ইয়োহান বুটেনান্ডট।
১৯১৭ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী জন কেন্ড্রেও।
১৯২৫ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান।
১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান অভিনেতা, পরিচালক, সুরকার ও নাট্যকার ডারিও ফো।
১৯৩০ - আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন।
১৯৪৪ - সার্বীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী ভজিস্লাভ কস্টুনিকা।
১৯৪৯ - শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে।
১৯৬০ - জার্মান গায়ক, গীতিকার এবং অভিনেত্রী নেনা।
১৯৭৩ - আমেরিকান অভিনেতা ও গায়ক জিম পারসন্স।
১৯৭৯ - ভারতীয় অভিনেতা ইমরান হাশমি।
১৯৮৭ - ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস।
১৯৮৭ - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল-হাসান।
আজ যাদের মৃত্যু হয় :
০৮০৯ - আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ।
১৬০৩ - ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ।
১৭৭৬ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন।
১৮৮২ - একজন মার্কিন হেনরি ওয়েডসওরর্থ লংফেলো।
১৮৯৯ - পেশাদার ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস।
১৯০৪ - একজন ইংরেজ কবি এডউইন আর্নল্ড।
১৯০৫ - ফরাশী লেখক জুল গাব্রিয়েল ভার্ন।
১৯৪৬ - রাশিয়ান দাবাড়ু আলেকসান্দর আলেখিন।
১৯৫০ - ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস্কির।
১৯৭১ - রেডিসন ব্লু রয়েল হোটেল ও আর্ফস সিটি হলের পরিকল্পক আর্নি জাকবসেন।
২০০২ - নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার প্রাণরসায়নী সিজার মিলস্টেইন।
২০১০ - অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স।
২০১৩ - নিউজিল্যান্ড লেখক বারবারা অ্যান্ডারসন।
দিবস :
আজ বিশ্ব যক্ষ্মা দিবস।
এসএ/