২৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন নিয়ে এল ভিভো
প্রকাশিত : ১৮:৪৪, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ০৯:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৭
চীনের হ্যান্ডসেট নির্মাতা ভিভো সম্প্রতি ভিভো ভি 7 প্লাস নামের নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। এই ফোনে রয়েছে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা! বিশ্বে এটাই প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন। কালো ও সোনালী দুটি রঙে আসছে ফোনটি। আপনি চাইলে ইতিমধ্যে অনলাইনে এই ফোনের অর্ডার দিতে পারেন।
এই সেলফি ফোন বাজারে নিয়ে আসার কারণ জনপ্রিয় স্মার্টফোন অপ্পো এফ 3 এর সঙ্গে এই সংস্থা প্রতেযোগিতার বাজারে নামতে চাইছে। ভিভো ভি 7 প্লাস ফোনটির ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চি, ফুল এইচডি (৭২০X১৪৪০ পিক্সেল), ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও। স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস 3 এর আবরণে ঢাকা ফলে তাতে কোনো আঁচড় পড়বে না।
সেলফি ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল এবং এফ/২.০ অ্যাপারচারের। এর সঙ্গে আছে সফট ফ্ল্যাশ। রিয়ার ক্যামেরাটি ১৬ এমপির। এছাড়া এতে ফেস বিউটি ৭.০ এবং পোট্রেট মোডও আছে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.2 নুগেট।প্রসেসরটি হলো অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। সাথে ৪জিবি র্যাম। ৬৪জিবি মেমোরি ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন