ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে পদ্মাবত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বদলে গেছে নাম। ‘পদ্মাবতী’ থেকে হয়েছে ‘পদ্মাবত’। তবুও আলোচনা-সমালোচনা এখনও শেষ হয়নি। বহু ঝড়ঝাপ্টার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘পদ্মাবতী’ (বর্তমান নাম ‘পদ্মাবত’)। সবকিছু ঠিক থাকলে ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। তবে নাম বদলেও অশান্তি এড়াতে পারছে না বনশালির এই সিনেমা। এটির মুক্তির খবর আসতেই আবারও শক্ত অবস্থান নিয়েছে রাজপুত করণি সেনা। তাদের হুমকি ‘পদ্মাবতী’ মুক্তি পেলে, তার পরিণতির জন্য দায়ি থাকবে সরকার এবং সেন্সর বোর্ড।
গত ১ ডিসেম্বর রাজপুত করণি সেনা সহ বেশ কিছু সংগঠনের বিক্ষোভের জেরেই বাতিল হয়ে গিয়েছিলেন ‘পদ্মাবতী’র মুক্তি। সিনেমাটির মুক্তি বাতিলের দাবিতে উত্তাল হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত। একইভাবেই তাদের সেই পুরোনো দাবিতেই এখনও অনড় করণি সেনা।
যদিও নাম ছাড়া আরও বেশকিছু পরিবর্তনের শর্তেই বনশালির সিনেমাটিকে প্রসংশাপত্র দিয়েছে সেন্সর বোর্ড। তাতেও সন্তুষ্ট নয় করণি সেনা। শর্ত হিসাবে বলা হয়েছে, সিনেমাতে যে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না তা জানাতে হবে। পাশাপাশি ‘ঘুমর’ গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সিনেমাটির নির্মাতাদের কথা অনুযায়ী, পদ্মাবতীর চিত্রনাট্য সুফি কবি মহম্মদ জয়সির পদ্মাবত কবিতা অবলম্বনে তৈরি। আর তাই জটিলতা কাটাতে জয়সির কবিতার নামেই সিনেমাটির নামকরণ করার কথা বলে সেন্সর বোর্ড।
 প্রসঙ্গত,  ‘পদ্মাবত’র সঙ্গে ২৫ জানুয়ারি একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে অক্ষয়কুমারের ‘প্যাডম্যান’রও। তাই বক্স অফিসে অক্ষয়ের ‘প্যাডম্যান’র সঙ্গে বনশালির ‘পদ্মাবতী’র সংঘর্ষ অবশ্যম্ভাবী।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি