ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৫ লাখ দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার, অপহরণকারীর বাড়িতে আগুন দিল ক্ষুব্ধরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ২০ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:১১, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করা হয়। এর ২৫ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার অপহরণকারী সেজান আলী বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। 

এঘটনার পর পরিবারে কান্নার আহাজারীতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এতে বিক্ষুদ্ধ জনতা গ্রেপ্তারকৃত অপহরণকারী সেজানের বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। 

এর আগে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সেজান আলীসহ দুইজনকে গ্রেপ্তার করলে তাদের স্বীকারোক্তিতে মিলনের মরদেহের সন্ধান পায় পুলিশ। 

এ ঘটনা এলাকায় জানাজানি হলে মুহূর্তেই স্থানীয়রা ঘটনাস্থলে আসে। আজ বৃহস্পতিবার ভোরে বিক্ষুদ্ধ জনতা অপহরণকারী সেজান আলীর বাড়ি ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ারসার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গেলেও তারদের আগুন নেভাতে বাঁধা দেয় বিক্ষুদ্ধরা। 

উল্লেখ্য, জেলার পীরগঞ্জ উপজেলার খনগাও এর চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনার দিন রাত ১টায় ভুক্তভোগী পরিবারকে মুঠো ফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। 

পরে কৌশলে মুক্তিপণ হিসাবে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। এরপরও পরিবার জীবিত ফেরত পেলো না মিলনকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি