ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৬ জুলাই মুদ্রানীতি প্রতিবেদন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

 ২০১৭-১৮ অর্থ বছরের জন্য আগামী ২৬ জুলাই মুদ্রানীতি প্রতিবেদন ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকএদিন চলতি অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, এসএমই শিল্প, মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতিবিদসহ উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সে সব পরামর্শ বিশ্লেষণের পরে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি আমরা। চলতি অর্থবছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

 

//আর //এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি