ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

২৬ হলে মুক্তি পাচ্ছে গহীন বালুচর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২৮ ডিসেম্বর ২০১৭

বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি শুক্রবার সরাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এর পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুন। এছাড়া আছেন সুবর্ণা মুস্তাফা। চরের বিরোধ আর ভালোবাসা নিয়ে নির্মাণ করা হয়েছে ‘গহীন বালুচর’।    

এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।

যে হলে মুক্তি পাচ্ছে তার তালিকা নিম্নে দেওয়া হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), ব্লক বাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড ঢাকা, মধুমিতা- ঢাকা, শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), সনি (ঢাকা), রানী মহল (ডেমরা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট), বর্ষা (জয়দেবপুর), উপহার (রাজশাহী), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), বিজিবি ( সিলেট), রুপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), আলমাস (চট্টগ্রাম), মডার্ন (দিনাজপুর), কাকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), বনলতা (ফরিদপুর), কল্লোল ( মধুপুর), তাজ (নওগাঁ), তিতাস (পটুয়াখালী), পিক্স ( সিরাজদিখান)।

 

 

এসি/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি