ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৭ বছরের ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:১৭, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ বছর বয়সি লেভিট হবেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। 

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন বুদ্ধিমান, শক্ত, এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, সে তার কাজ ভালোভাবে করতে পারবেন এবং আমাদের বার্তা মার্কিন জনগণের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারবেন।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন ক্যারোলিন লেভিট।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন। 

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু সফল হতে পারেননি যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করা লেভিট।

৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর থেকে নিজের প্রশাসন গোছাতে শুরু করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ কিংবা মনোনয়ন দেওয়া শুরু করেছেন। ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়া কম বয়সীদের একজন হলেন ক্যারোলিন।

হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। তাঁদের প্রশ্নের জবাব দেবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি