ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৭ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির জনসভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীতে সমাবেশ করছে চাই বিএনপি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, এই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে  অনুষ্ঠিত হবে।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি।

রিজভী বলেন, আওয়ামী রাজনীতি কখনই দলীয় সংকীর্ণতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। আওয়ামী লীগের সুশাসনের বোধ কখনোই ছিল না। চাঁদাবাজি, দখল, টেন্ডার সন্ত্রাস, লুটপাট, নির্যাতন-অত্যাচারের কাহিনী প্রতিদিন সংবাদপত্রের পাতায় জায়গা দখল করে থাকে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি