২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে
প্রকাশিত : ১১:৫৩, ২৮ অক্টোবর ২০১৯
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৮ অক্টোবর ২০১৯, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ২৮ অক্টোবর
১৪৯২- ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
১৭৪৬- পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি।
১৯০৪- সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।
১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ।
আজ যাদের জন্ম তারিখ
১৯৫৫- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা বিল গেটস। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধান নির্বাহী। বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি।
১৯৫৬- ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
১৯৮০- ব্রিটিশ ফুটবলার অ্যালান স্মিথ।
আজ যাদের মৃত্যু হয়
১৭০৪- ব্রিটিশ দার্শনিক জন লক।
১৯০০- বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ ম্যাক্স মুলার।
১৯৭১- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন।
১৯৯৮- নোবেলজয়ী ব্রিটিশ কবি টেড হিউজস।
২০০২- খ্যাতিমান বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়।