ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

২৮ জনকে নিয়োগ দেবে খিলগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১০ জুন ২০১৮ | আপডেট: ১০:৩২, ১২ জুন ২০১৮

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রভাষক, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা হিসেবে মোট ২৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

(জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী শূণ্যপদ)

*বাংলা-০২ জন

* ইংরেজি-০২ জন

* প্রাণিবিদ্যা-০১ জন

* সমাজকর্ম-০১ জন

* আইসিটি-০১ জন

*রাষ্ট্রবিজ্ঞান-০১ জন

*পরিসংখ্যান-০১ জন

*বিবিএ প্রফেশনাল বিভাগে (বিবিএসহ এমবিএ-তে মেজর একাউন্টিং-০১ জন, মার্কেটিংক-০১ জন)-০২ জন

*প্রদর্শক (রসায়ন)-০১ জন

* কম্পিউটারে দক্ষ ৩য় শ্রেণির কর্মচারি-০৩ জন

*অধ্যক্ষের পিএস (৩য় শ্রেণির কর্মচারি, যোগ্যতা-বাংলা ও ইংরেজি ভাষাজ্ঞান এবং কম্পিউটারে দক্ষ)-০১ জন

* চতুর্থ শ্রেণির কর্মচারি-০৬ জন

*গ্রান্থাগারিক-০১ জন

(খন্ডকালীন প্রভাষক নিয়োগ)

*সমাজকর্ম-০২ জন

* বিবিএ প্রফেশনাল বিভাগে (বিবিএসহ এমবিএ তে মেজর একাউন্টিং-০১ জন, ম্যানেজমেন্টে-০১ জন)-০২ জন

*মার্কেটিং বিভাগে-০১ জন

*ব্যবস্থাপনা বিভাগ-০১ জন

* হিসাববিজ্ঞান বিভাগ-০২ জন

* প্রাণিবিদ্যা-০১ জন

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা তিনকপি পাসপোর্ট সাইজের ছবিসহ সোনালী ব্যাংকের আন্ডারে প্রভাষক, ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির কর্মচারিরা যথাক্রমে ১০০০ টাকা, ৭০০ টাকা এবং ৫০০ টাকার অফেরযোগ্য পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র অধ্যক্ষের বরাবর পাঠাতে হবে।

আবেদনের সময়মীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুন, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

সূত্র: দৈনিক প্রথম আলো (১০ জুন, ২০১৮)

এমএইচ/ এআর  

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি