ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৯ বার সার্জারি করিয়েছিলেন শ্রীদেবী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বয়স ধরে রাখতে মরিয়া ছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। চেহারার সৌন্দর‌্য ধরে রাখতে ২৯ বার সার্জারি করিয়েছিলেন তিনি।

বলিউডের চিরসবুজ এই নায়িকার মৃত্যুর কারণ এখনোও স্পষ্ট নয়। প্রথমে `হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে` এমনটা দাবি করা হলেও ময়নাতদন্তে দেখা গেছে পানিতে ডুবে দম বন্ধ হয়ে মারা গেছেন তিনি। এ নিয়ে তার স্বামী বনি কাপুরকে জিজ্ঞাসাবাদও করেছে দুবাই পুলিশ।

 `সার্জারি আসক্তি`কেই শ্রীদেবীর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন অনেকেই।  বয়স ৫৪ হলেও তাকে সব সময় তরুণীই মনে হতো। তিনি জীবিত অবস্থাতেই `একাধিকবার প্লাস্টিক সার্জারি` করেছেন এমন অভিযোগও উঠেছিল। কিন্তু শ্রীদেবী এসব `মিথ্যা` বলে মন্তব্য করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৫৪ বছরের জীবনে মোট ২৯ বার সার্জারি করেছিলেন শ্রীদেবী। সর্বশেষ ঠোঁট মোটা করার জন্য সার্জারি করেন তিনি। শুধু শ্রীদেবীই নন, তার মেয়েরাও `সুন্দরী` হওয়ার জন্য সার্জারি করেছেন বলেও খবর বেরিয়েছে।

সূত্র : নিউজ ইন্ডিয়া

কেআই/ এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি