ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৯টি দেশের আয়তনের চেয়েও বড় উদ্যান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১১:০৮, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় উদ্যান গ্রিনল্যান্ডের উত্তরপূর্বে অবস্থিত। এটি এখন সংরক্ষিত এলাকা।

১৯৭৪ সালে উদ্যানটি সংরক্ষিত এলাকার মর্যাদা পায়। প্রায় ৯ লাখ ৭২ হাজার বর্গ কিলোমিটার উদ্যানটির আয়তন। ভাবতে অবাক লাগে, একটি সংরক্ষিত জাতীয় উদ্যান পৃথিবীর ২৯টি দেশের আয়তনের চেয়েও বড়! উদ্যানটি ডেনমার্কের প্রথম জাতীয় উদ্যান এবং গ্রিনল্যান্ডের একমাত্র সংরক্ষিত এলাকা।

মানুষের কোনো স্থায়ী বসতি নেই উদ্যানটিতে। তবে রক্ষণাবেক্ষণের লোকজন এবং গবেষণা কাজে নিয়োজিত বিজ্ঞানীরা বছরে বিভিন্ন সময় উদ্যানটিতে অবস্থান করেন।

উত্তর মেরুতে উদ্যানটিতে রয়েছে- রেইনডিয়ার, পোলার ভাল্লুক, আর্কটিক নেকড়ে, খরগোশ, শিয়াল, ওয়ালরাসসহ বিভিন্ন ধরনের প্রাণী। মেরু অঞ্চলের বুনো মাস্ক ষাঁড়ের সংখ্যাও এখানে আশানুরূপ। মাস্ক ষাঁড়ের সবচেয়ে বড় পপুলেশন দেখা যায়। এরা প্রায়ই আশপাশে দলবেঁধে ঘুরে বেড়ায়। এ ছাড়া পাখি ও তুন্দ্রা অঞ্চলের বৈচিত্র্যময় উদ্ভিদের উপস্থিতি সন্তোষজনক।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি