ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

৩ উইকেটে জয় মুশফিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৩০, ৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার রংপুর ও মুশফিকের চিটাগং ভাইকিংস। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকের বাহিনী। চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় পায় মুশফিকের চিটাগাং ভাইকিংস।

শুরুতে ৮ রানে সাজঘরে ফেরেন ক্যামেরন ডেলপোর্ট। মাশরাফির বোলে ক্যাচ ধরেন অ্যালেক্স হেলস। এর পর একে একে ফিরেন বাকিরা।

তবে ক্রিজে যে এসেছেন, সে-ই ঝড় তোলার চেষ্টা করেছেন। কিন্তু প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন মোহাম্মদ আশরাফুল।আশরাফুল মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন।

দিনের দ্বিতীয় খেলায় বিকেল পাঁচটা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রথমবাররে মতো বিপিএল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ব্রিটিশ আম্পায়ার।

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, বেনি হাওয়েল, ফারদিন হোসেন অনি, ওশানে থমাস।

চিটাগং ভাইকিংস

মুশফিকুর রহিম, লুক রঙ্কি, সিকান্দার রেজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শনাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, শাদমান ইসলাম, নিহাদ উজ জামান, নাজিবুল্লাহ জাদরান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি