ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩ দফা দাবিতে মহাসমাবেশ শুরু বিসিএস শিক্ষা ক্যাডারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০১৭

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুক্রবার মহাসমাবেশ করছে ক্যাডারের মর্যাদা রক্ষায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন  ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি’। সকাল ১০ থেকে শুরু হওয়া এ সমাবেশ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
পরে দুপুর ১টায় সংগঠনটির সভাপতি পরবর্তি কর্মসূচি ঘোষণা করবেন। এ সমাবেশে ইতিমধ্যে সারা দেশ থেকে প্রায় দুই হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি অধ্যাপক সেলিমুল্লাহ খন্দকার। উপস্থিত আছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন  ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি মহাসচিব মো. সায়েদুল খবির চৌধুরী, প্রচার সচিব মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
তাদের দাবিগুলো হলো শিক্ষা ক্যাডার আত্তীকরণ বন্ধে নতুন কোনো কলেজ জাতীয়করণ আদেশের আগেই ২০০০ বিধি সহ ক্যাডারে আত্তীকরণ সংক্রান্ত সকল বিধি বাতিল করে প্রধানমন্ত্রীর অনুশাসন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর কোনো ধরনের ব্যত্যয় না ঘটিয়ে জাতীয়করণের তালিকাভুক্ত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভুত রেখে তাদের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত আলাদা বিধিমালা প্রণয়ন করা, “জাতীয় শিক্ষানীতি’ ২০১০” জাতীয় সংসদে অনুমোদনের পর বিধিমালা প্রণয়ন ছাড়াই যে সকল কলেজ জাতীয়করণ করা হয়েছে সেসকল কলেজের শিক্ষকদেরকেও ক্যাডার বহির্ভূত রাখা, এবং “জাতীয়করণের পর সংশ্লিষ্ট কলেজ শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানেই রাখা, অন্যত্র বদলী হতে পারবেন না” মর্মে প্রধানমন্ত্রীর অনুশাসন প্রদান করার পরও সদ্য জাতীয়করণকৃত কলেজের যে সকল শিক্ষককে বদলী করা হয়েছে তাদের বদলী আদেশ বাতিল করা।

আর
 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি