ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

৩ বছর পরে দেশে ফিরেছে ববিতা রানী

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২২:৪১, ২৪ আগস্ট ২০১৯

ভারতে পাচার হওয়া ববিতা রানী (২৩) নামে এক বাংলাদেশি তরুণীকে তিন বছর পর ফেরত পাঠিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। শনিবার বিকালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বিএসএফ বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করেন। 

জাস্টিস এন্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন। ফেরত আসা বাংলাদেশি তরুণী নীলফামারী জেলার সদর থানার বাসিন্দা। 

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে তিন বছর আগে ববিতা রানী দালালের খপ্পরে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারতে যান। 

এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে। সেখান থেকে ভারতের কলকাতার হাওড়ার ‘লিলুয়া’ নামে একটি শেল্টার হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখেন। প্রায় তিন বছর সেখানে থাকার পর আজ দেশে ফিরছেন। 

পরে দু‘দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে তাকে নিয়ে যশোরে রওয়ানা দিয়েছেন। প্রথমে তাকে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের কাছে পৌছে দেওয়া বলেও জানান তিনি।  

বেনাপোল আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

আরকে/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি