ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

৩ বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি বেসরকারি খাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৮ নভেম্বর ২০২৪

গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, গত সেপ্টেম্বরে এ খাতের ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৯ দশমিক ২০ শতাংশে। উর্ধ্বমুখী সুদহার, আমদানি কমে যাওয়া এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছে বেসরকারি খাত। 

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। এ অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে আগ্রহ কমেছে। আবার এসময় যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটায় এলসি খোলার সংখ্যা কমেছে, তারও প্রভাব রয়েছে। 

এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় নীতি সুদহার বাড়িয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়েছে। 

তাই ব্যবসায়ীরা উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করতে চাইছেন না। এটিও বেসরকারি খাতে প্রবৃদ্ধি কমার কারণ।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি