ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

৩ মার্চ থেকে ৩৬ তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ২ মার্চ ২০১৮

৩৬ তম বিসিএস পরীক্ষায় সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এ লক্ষ্যে বিজ্ঞাপিত প্রার্থীদের  আলাদাভাবে পর্যায়ক্রমে ডাকযোগে পত্র দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ - ২ ৭ ১ ১ - ০ ০ ০ ০ - ২ ৬ ৮ ১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

যে সকল হসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে

*ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

* স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা;

*জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকা;

*শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলানগর, ঢাকা;

*জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী,

* মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি