ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

৩ মিনিটের সাং-ঝড়ের পরও পিছিয়ে কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ২৮ নভেম্বর ২০২২

একের পর এক কর্নার পেল দক্ষিণ কোরিয়া। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারল না। অন্যদিকে দুটি সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করল ঘানা। ২-০ ব্যবধানে এগিয়ে থাকার আনন্দে তারা বিরতিতে গেলেও মাত্র ৩ মিনিটের ঝড়ে সমতা আনলেন চো গুয়ে সাং।

এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৬৮ মিনিটে তৃতীয় গোল দিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে ঘানা।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা কোরিয়া প্রথম ১৭ মিনিটে কর্নার পায় ৭টি। একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা।

খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় ঘানা। আন্দ্রে আইয়ুর ফ্রি-কিকে ডি-বক্সে বল ক্লিয়ার করতে পারেনি কোরিয়া। জটলার ভেতর কাছ থেকে শটে বল জালে পাঠান মোহাম্মেদ সালিসু।

৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাঁ দিক থেকে জর্ডান আইয়ুর ক্রসে ছয় গজ বক্সের মুখে চমৎকার হেডে গোলটি করেন মোহাম্মেদ কুদুস।

বিরতির আগে গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি কোরিয়া। এই সময়ে ঘানা তিনটি শট নিয়ে দুটিতে সফল হয়।

বিরতির পর ফিরেই যেন প্রাণ ফিরে পায় দক্ষিণ কোরিয়া। খেলার ৫৮ ও ৬১ মিনিটে জোড়া গোল করে দলকে ম্যাচে ফেরান চো গুয়ে সাং। ২-২ সমতায় ম্যাচটি যখন উত্তেজনায় টইটুম্বুর, ঠিক তখনি নিজের দ্বিতীয় গোল পূরণ করেন মোহাম্মেদ কুদুস। ফলে ৬৮তম মিনিটে আবারও এগিয়ে যায় উত্তর আফ্রিকার দেশটি। 

এর আগে আসরের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে দারুণ খেলেও পর্তুগালের কাছে ৩-২ গোলে হারে ঘানা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি