ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

৩ মোড়লের মাতব্বরির সিদ্ধান্ত পূর্নবিবেচনা করবে আইসসি

প্রকাশিত : ২২:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন মোড়লের মাতব্বরির সিদ্ধান্ত পূর্নবিবেচনা করবে আইসসি । আর্ন্তজাকিত ক্রিকেট কাউন্সিলের নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় । গত নভেম্বরে দায়িত্ব গ্রহনের পরই এমন আভাস দিয়ে রেখেছিলেন আইসিসির নব নির্বাচিত চেয়ারম্যান শশাঙ্ক মনোহর । এবার তা আনুষ্ঠানিক রুপ পেতে যাচ্ছে খুব শীঘ্রই । এছাড়া নির্বাহী  এবং অর্থ বানিজ্য সংক্রান্ত আইসিসির গুরুত্বপূর্নূ কমিটি থেকে এই তিন প্রধানের সদস্য পদ প্রত্যাহার করা হবে । আইসিসির বিতর্কিত চেয়ারম্যান শ্রীনিবাসন সব মত উপেক্ষা করে এই বিগ থ্রি পদ্ধতির শুরু করেন । এছাড়া সভায় স্বাধীন চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়  । আগামী জুনে গোপন ব্যালটের মাধ্যমে পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হবে । যার মেয়াদ হবে দুই বছর ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি